ফরয নামাজের পর সম্মিলিত মোনাজাত বিদাত

১৮জন আলেম ফতোয়া দিয়েছেন-
সলাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা বিদআত।
.
.
১. ইবনে তায়মিয়াহ (রহ.)-(মাজমূ'আ ফাতাওয়া ২২/৫১৯ পূঃ)।
২. নাছেরুদ্দীন আলবানী (রহ.)-(ছিফাতু ছালাতিন নবী (ছাঃ), পৃঃ ১৪১)।
৩. শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রহ.)
৪. শায়খ ওছায়মীন (রহ.)
৫. আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি (রহ.)
৬. আল্লামা আব্দুল হাই লক্ষ্মৈভী (রহ.)
৭. আল্লামা ইউসুফ বিন নূরী
৮. আল্লামা আবুল কাসেম নানুতুবী (রহ.)
৯. আল্লামা ইবনুল ক্বাইয়িম (রহ.)
১০. আল্লাহ মাজদুদ্দীন ফিরোযাবাদী (রহ.)
১১. আল্লামা শাত্বেবী (রহ.)
১২. আল্লামা ইবনুল হাজ মাক্কী
১৩. আল্লামা আশরাফ আলী থানবী (রহ.)
১৪. আল্লামা মুফতী মোহাম্মদ শফী (রহ.)
১৫. মুফতী আযম ফয়যুল্লাহ হাটহাজারী
১৬. পাকিস্তানের বিখ্যাত মুফতী আল্লামা রশীদ আহমাদ
১৭. জামাআতে ইসলামীর প্রতিষ্টাতা আল্লামা মওদূদী
১৮. মাসিক মঈনুল ইসলাম পত্রিকার উত্তর
.
রাসূল (ছাঃ) বলেছেন,
আমার এ দ্বীনে কেউ নতুন কিছু আবিষ্কার করলে তা পরিত্যাজ্য (বুখারী, মুসলিম, মিশকাত পৃঃ ২৭)।
.
একাজ নিঃসন্দেহ বিদআত। এত বড় বড় আলেম এই কাজকে বিদআত বলেছেন, এর পরও আপনি ছাড়তে পারছেন না কেন?
তবে আপনি নামাজের পর একা একা হাত তুলে দোআ করতে পারেন। (সম্মিলিত নয়)
উলেখ্য কারও প্রমান লাগলে বলবেন।
.
দয়াকরে শেয়ার করুন!

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form