◉ ধারালো ছুঁরি দিয়ে পশু যবেহ করতে হবে, যাতে পশু বেশি কষ্ট না পায়। (মুসলিম: ১৯৫৫)
◉ 'বিসমিল্লাহ' ও 'আল্লাহু আকবার' বলে যবেহ করতে হবে। (সূরা আন'আম: ১১৮; দারমী: ১৯৮৮)
◉ কুরবানির গোশত কুরবানি দাতা নিজে খাবেন, ফকির-মিসকিনকে দান করবেন এবং আত্মীয়-স্বজনদের উপহার হিসেবে দিতে পারবেন। (সূরা হজ্জ্ব: আয়াত ২৮; বুখারি: ৫৫৬৯)
◉ কুরবানির গোশত যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। (বুখারি: ৫৫৬৯)
◉ কুরবানির পশুর গোশত, চামড়া, চর্বি বা অন্য কোনো কিছু বিক্রি করা জায়েয নয়। (সহিহ বুখারি: ১৭১৬, মুসলিম: ১৩১৭)
◉ নিজের কুরবানীর পশু নিজে কুরবানী করা সুন্নত। আল্লাহ, আমাদেরকে সঠিকভাবে কুরবানী দেওয়ার তাওফিক দিন।। আ-মীন।