❏ প্রশ্ন:স্বামীর জন্য স্ত্রীর স্তন ধরা ও চোষন করা বৈধ কি? এছাড়াও যদি কোন কারণ বশত: স্ত্রীর দুধ স্বামীর মুখে চলে যায়,এতে বিবাহের মাঝে কোন সমস্যা হবেকি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
❏ জবাব: স্ত্রীর স্তন ধরা ও চোষন করা স্বামীর জন্য বৈধ, আর চোষন করতে গিয়ে যদি স্বামীর পেটে স্ত্রীর দুধ চলে যায় তাতে বিবাহের মাঝে কোন ধরনের সমস্যা হবে না।কেননা কোরআন সুন্নাহর আলোকে এটিকে হারাম বলা হয়নি।কিন্তু ইচ্ছাকৃতভাবে স্ত্রীর দুধ পান করা মাকরুহ্ থেকে খালি নয়।
নিন্মে সব উক্তি গুলোর প্রমাণ পেশ করা হলো।যেমন দেখুন মহান সত্তার বাণী :} ﻧِﺴَﺎﺅُﻛُﻢْﺣَﺮْﺙٌ ﻟَﻜُﻢْ ﻓَﺄْﺗُﻮﺍ ﺣَﺮْﺛَﻜُﻢْ ﺃَﻧَّﻰ ﺷِﺌْﺘُﻢْ {[ ﺍﻟﺒﻘﺮﺓ : ٢٢٣ ]অথাৎ : তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র।তোমরা যেবাবে ইচ্চা তাদেরকে ব্যবহার কর।সূরা (বাকারা)
ব্যাখ্যাঃ উক্ত আয়াতের মাঝে মহান আল্লাহ স্বামীস্ত্রীর সংঙ্গমের আলোচনা করতে গিয়ে স্ত্রীর স্তন ধরা, চোষন করা ও ভুলবষত: দুধ পান করা ইত্যাদিকে হারাম বলেননি বরং বলেছেন তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর।
তদ্রুপ পবিএ কোরানের এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ রাসূল (সা:)এর হাদীসের সাথে উল্লেখিত বিষটি সম্পর্কে কোন নিষেধাজ্ঞা পাওয়া যায় না।বরং হাদীসের মাঝে আছে- ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ ( ١ / ٢٤٦ ) ﺍﺻْﻨَﻌُﻮﺍ ﻛُﻞَّﺷَﻲْﺀٍ ﺇِﻟَّﺎﺍﻟﻨِّﻜَﺎﺡَ --- --হযরত আনাস (রা.)থেকে বর্ণিত, রাসূল (সা.) কে জিজ্ঞাসা করা হোল রিতুবতী বা মাসিক,অথবা হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে মেলা মেশা করা যাবে কি?
এপ্রশ্নের জবাব রাসূল (সা.)বললেন,তোমরা সব কিছুই করতে পারবে সহবাস ব্যতীত। মুসলিম হাদীস-৩০২।উক্ত হাদীসের মাঝেও রাসূল(সা.) স্ত্রীর স্তন ধরা ও চোষন ইত্যাদিকে নিষেধ করেন নি।
আর চোষন করতে গিয়ে যদী স্ত্রীর দুধ স্বামীর মুখে চলে যায় তাতে বিবাহের কোন ধরনের সমস্যা হবে না।কেননা মহানআল্লাহ ও রাসূল(সা.) দুধ পান করানো দ্বারা একজন অন্য জনকে বিবাহ করা হারামের যে বিধান আরোপ করেছেন,তা শুধু মাত্র শিশুবেলার সাথে সম্পর্ক।
মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন- ﻭَﺃُﻣَّﻬَﺎﺗُﻜُﻢُ ﺍﻟﻠَّﺎﺗِﻲ ﺃَﺭْﺿَﻌْﻨَﻜُﻢْ ﻭَﺃَﺧَﻮَﺍﺗُﻜُﻢْﻣِﻦَ ﺍﻟﺮَّﺿَﺎﻋَﺔِ – ﺍﻟﻨﺴﺎﺀ :٢٣ অর্থ : তোমাদের জন্য হারাম করা হয়েছে যারা তোমারেদকে স্তন্য পান করিয়েছে, তোমাদের দুধবোন.........(সূরা নিসা-২৩)