খুব সহজ দুটি আমল যা করলে জান্নাত পাওয়া যায়।

খুব সহজ দুইটি আমল যা অল্প সংখ্যক ব্যক্তিই আমল করে থাকে এবং যার মাধ্যোমে সহজে জান্নাতে প্রবেশ করা যাবেঃ

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিম ব্যাক্তি দুটি অভ্যাস আয়ত্ত করতে পারলে জান্নাতে প্রবেশ করবে। সেই দুটি অভ্যাস আয়ত্ত করাও সহজ, কিন্তু এ দুটি অভ্যাস অনুশীলনকারীর সংখ্যা কম। প্রতি ওয়াক্ত সালাতের পর দশবার সুবহানাল্লাহ, দশবার আল্লাহু আকবর এবং দশবার আলহামদু লিল্লাহ বলা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এগুলো তাঁর হাতের আঙ্গুল দিয়ে গণনা করতে দেখেছি। তিনি বলেনঃ তা মুখে পড়লে হয় একশত পঞ্চাশ এবং মীযানে হয় এক হাজার পাঁচ শত। সে শয্যা গ্রহণকালে সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ ও আল্লাহু আকবার একশতবার পড়লে(অর্থাৎ বিছানায় ঘুমাতে গিয়ে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার মোট তাহলে ১০০ বার) তা তার মুখে হয় একশত এবং মীযানে হয় এক হাজার। তোমাদের মধ্যে এমন কে আছে যে প্রতিদিন দু হাজার পাঁচ শত গুনাহ করবে? তারা বলেন, কেউ এ দুটি অভ্যাস কেন অনুশীলন করবে না। তিনি বলেনঃ তোমাদের কেউ কেন সালাতে দাঁড়ায় তখন শয়তান তার নিকট এসে বলে, অমুক অমুক বিষয় স্মরণ করো, এমনকি বান্দা (সালাত থেকে) বিচ্ছিন্ন য়ে যায় এবং বুঝতে পারে না (যে, সে কত রাকআত পড়ছে)। অনুরূপভাবে সে তার বিছানায় অবস্থানকালেও শয়তান সেখানে আসে এবং তাকে ঘুম পারাতে থাকে, অবশেষে সে ঘুমিয়ে যায়।
(ইবনু মাজাহ- ৯২৬, হাদিসের মান সহিহ)

বি.দ্রঃ ফরয সলাতের পর ১০ বার করে উপরের আমলও করা যায় আবার ৩৩ বার সুবহানাল্লাহ,৩৩ বার আলহামদুলিল্লাহ্‌,৩৩ বার আল্লাহুআকবর এবং ১০০ পূরণের জন্য লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর এটা পাঠ করতে পারলে আরো ভালো কারণ ৩৩ বার বলার মধ্যে ১০ বার বলা এমনিতেই হয়ে যায় অর্থাৎ এই ১ টা করলে ২ হাদিসের উপর ই একই সাথে আমল হয়ে যাচ্ছে পাশাপাশি ৩৩ বার করে বলার আলাদা ফজিলতও বর্ণীত হয়েছে আর সেটা হচ্ছে ঐ বেক্তির  সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ্‌ মাফ করে দিবেন।
(সহীহ মুসলিম- ১২২৮)

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form