সালমান বিন সখর নামের একব্যক্তি নবি
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর
নিকট এসে বললেন-
: আমি ধ্বংস হয়ে গেছি।
: মানে?
: মানে আমি রমাযানে (দিনের বেলায়)
আমার স্ত্রীর সঙ্গে যৌনসঙ্গম করে
ফেলেছি!
: যাও, এর কাফফরা হিসেবে একটি গোলাম
আযাদ করে দাও।
: আমার তো গোলাম নেই।
: তাহলে এক নাগাড়ে দু’মাস সিয়াম পালন
কর।
: এতেও আমি অপারগ।
: তবে ষাটজন মিস্কীনকে খাদ্য দাও।
: তারও ব্যবস্থা নেই আমার কাছে।
তখন কোথাও থেকে একঝুড়ি খেজুর এল
দরবারে নববিতে। সঙ্গেসঙ্গে নবি
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ডেকে
বললেন-
: প্রশ্নকারী লোকটা কই?
: এই তো আমি!
: নাও, এগুলো নিয়ে দরিদ্রদের সদাকাহ করে
দাও।
: আমার চেয়েও অধিক অভাবগ্রস্ত আবার কে?
: মানে?
: আল্লাহর কসম! মাদিনার দু’প্রান্তের মাঝে
এমন কোনো পরিবার নেই, যে আমাদের
থেকে অধিক অভাবগ্রস্ত।
তখন নবি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া
সাল্লাম) এমনভাবে হেসে দিলেন যে, তাঁর
চোয়ালের দাঁতগুলো প্রকাশ পেয়ে গেল!
: যাও, তাহলে এগুলো নিয়ে গিয়ে তোমরাই
খাও।
আবু হুরাইরা [রাযি.] সূত্রেবর্ণিত।
বুখারি শরীফ, ২য়খণ্ড, পৃষ্ঠা ৮৯৯
(আধুনিক প্রকাশনী- ৫৬৪৯, ইসলামিক
ফাউন্ডেশন- ৫৫৪৫)
সহিহ বুখারি , হাদিস নং ৬০৮৭