ফরজ কোন আমল নিয়ে এখতেলাফ নেই যেমন নামাজ ৫ ওয়াক্ত পড়তে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে ইত্যাদি, এই ব্যাপারগুলোতে সবাই একমত সেখেত্রে যেই নফল আমলগুলো নিয়ে মতভেদ সেগুলো থেকে দূরে থাকাই কি বুদ্ধিমানের কাজ নয়? যেই নফল আমলটা কেও ভালো বলছে আবার কেও বিদআত বলছে আর আপনি দিশেহারা হচ্ছেন যেমন ঈদে মিলাদুন্নবি পালন, শবে মেরাজ, শবে বরাত, মৃত বেক্তির জন্য কুরআন খতম করা, চল্লিশা পালন এবং আরও যত কিছু রয়েছে সেই নফল আমল ত্যাগ করলেই তো আপনি সংশয় থেকে বেচে গেলেন, এমন তো নয় যে এগুলো না করলে আপনি পাপি হবেন। ধরুন এগুলো করা ভালো কাজ তাহলে না করলে আপনি সওয়াব পেলেন না কিন্ত কোন পাপ তো নেই আর যদি এগুলো পালন করা বিদআত হয় আর আপনি এগুলো পালন করে থাকেন তাহলে তো আপনার পরিণাম বড় ভয়াবহ-
আলী(রাঃ) হতে বর্ণিত, রাসূ্ল (সাঃ) বলেন, যে ব্যক্তি বিদয়াত সৃষ্টি করে অথবা কোন বিদয়াতীকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহ্, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। তার ফরয ও নফল কোন ইবাদত কবুল করা হবে না।(বুখারী কিতাবুল জিযিয়াহ- হাদিস নং ৩১৭২)
সুতরাং যেই সমস্ত নফল আমলের ক্ষেত্রে সংশয় রয়েছে সেগুলো থেকে দুরুত্ব বজায় রাখুন এতেই আপনি নিরাপদে থাকবেন