উত্তর :
পা পশ্চিম দিকে দিয়ে বসা বা ঘুমানো যাবে না-এ মর্মে কোন হাদীস আছে বলে আমার জানা নেই।
ইসলামে দলীল ছাড়া কোন কিছুকে উত্তম বা হারাম বলার সুযোগ নেই।
বরং ইসলামের দৃষ্টিতে একজন মানুষ যে দিকে ইচ্ছা মাথা বা পা রেখে ঘুমাতে পারে। এতে কোন বাধ্য-বাধ্যকতা নেই।
তাই একজন মানুষ স্বাধীনভাবে যে
দিকে ঘুমালে তার সুবিধা হয় সে দিকে মাথা বা পা রেখে ঘুমাতে পারে। এমনকি কিবলার দিকে পা করে ঘুমাতেও কোন দোষ নেই-যদি কিবলাকে অপমান করা
উদ্দেশ্য না থাকে।
বরং শুয়ে নামায পড়ার সময় কিবলার দিকে পা দিয়ে শুয়ে নামায পড়াই মুস্তাহাব অনেক
ইমামের মতে।
রাসূল সা. খোলা স্থানে পেশাব-পায়খানা করার সময় কিবলাকে সামনে বা পেছনে রাখতে নিষেধ করেছেন। কিন্তু ঘুমের ব্যাপারে কোন নিষেধাজ্ঞা আরোপ
করেন নি। তাই এতেও কোন অসুবিধা নেই।
আল্লাহু আলাম।
~শাইখ আব্দুল্লাহিল হাদী।