*** নিজের ক্ষমতা সম্পর্কে সিরিয়াসলী ভাবুন ! ***
*** মহান আল্লাহপাক বললেন
لا يكلف الله نفسا الا وسعها
“ আল্লাহ কাউকে তার ক্ষমতার বেশি বুঝা আরোপ করেন না”
সূরা আল বাক্বারা ২৮৬
এ আয়াতটি আরো বহু সূরায় এসেছে ।
*** মহানবী সা: বলেছেন
من راي منكم منكرا….
“ অন্যায়ের প্রতিবাদ সম্ভব হলে হাত দ্বারা , সম্ভব না হলে মুখ দ্বারা , তাও সম্ভব না হলে অন্তরে ঘৃণা পোষণ করো ।”
(ছহীহ মুসলিম )
*** মহানবী সা: বলেছেন “ যতোটুকু সম্ভব আমার নির্দেশ পালন করার চেষ্টা করো । তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গিয়েছিলো বেহুদা প্রশ্ন এবং নবীদের আ: বিরোধিতা করার কারণে ।”
(ছহীহ মুসলিম ১৩৩৭
ছহীহুল বোখারি ৭২৮৮)
*** চট্টগ্রামের আণ্চলিক ভাষায় একটি প্রবাদ “ চাদ্দরর বা রা টেং টানিলি মোশায় খ রাই !” অর্থাৎ চাদরের বাইরে পা’ লম্বা করে দেয়া হলে মশা কামড়াবে !”
*** ২ হাজার কেজি ওজনের একটি পাথর আপনার মাথার উপর তুলে দিতে চাইলে আপনার প্রতিক্রিয়া কি হবে ? মাথায় তুলে নিতে রাজী হবেন ? ৮০০ দিরহামের বেতনের চাকরী করত: ফেরারী গাড়ি কেনার শখ হলে লোকে আপনাকে কি টাইটেল দিতে পারে বলে মনে করেন ? আণবিক বোমার বিরুদ্ধে দা/ ছুরি দ্বারা জেহাদ করার জন্য ঘর থেকে বের হওয়ার অপচেষ্টা করা হলে বউ আপনাকে পাবনা হাসপাতালে পাঠানোর চেষ্টা করবেন কিনা ?
*** প্রতিবাদের ভাষা স্হান কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন । এই সহজ বিষয়টি বুঝতে এতো কষ্ট হয় কেন ? হ য ব র ল আবেগ ডাস্টবিনে নিক্ষেপ করে বুদ্ধিমান হওয়ার জন্য চেষ্টা করা কি গুনাহ ?
*** আপনি আপনার ছেলেকে নামাজ না পড়ার কারণে যে ভাষায় শাসন করতে পারবেন , অন্যজনের ছেলেকে সে ভাষায় বাণী প্রসব করতে পারবেন কি ? আপনার ছেলেকে মারতে পারবেন । অন্যজনের ছেলের গায়ে হাত তুলতে পারবেন কি ? অন্যজনের ছেলের গায়ে হাত তুলতে গেলে ফলাফল কি হতে পারে বুঝতে পারছেন তো ? আর যদি ক্ষমতাবান ব্যক্তির সন্তান হয়ে থাকে, তাকে শাসন করা কল্পনাও করা যাবে তো ?
*** ইসলাম বিরোধী কাজে লিপ্ত সাধারণ কোন মানুষের বিরুদ্ধে ফেইসবুকে প্রতিবাদ করা যেতে পারে । এইটুকুতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে । তাঁদের সামনে মুখে প্রতিবাদ করতে গেলে ফলাফল কি হতে পারে জানেন তো ?
*** কোন সরকার বা শাসকের বিরুদ্ধে ফেইসবুকে লিখতে গেলে ফলাফল জানা আছে তো ? এমনকি ফেইসবুকে অগ্রহণযোগ্য পোস্ট দেয়া হলে তাঁরা ব্লক মেরে দেয় ! দৃশ্যমান এ সমস্ত উদাহরণ কি আপনার জন্য যথেষ্ট নয় ?
*** আপনি যখন আবেগের কাছে সারেন্ডার , সাধ্যের বাইরে যা’ খুশি করুন এবং শাস্তি ভোগ করুন । এটা আপনার প্রাপ্য ! বরং শাস্তির পরিমাণ বৃদ্ধি পেলে ঈমান পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়ার আশংকা রয়েছে !
*** সাধ্যের বাইরে যে কোন কিছু করা হারাম ও কবিরা গুনাহ । কেউ নিজের সাধ্যের বাইরে বোঝা কাঁধে তুলে নিলে তাঁর দায়ভার তাঁকেই বহন করতে হবে । কেউ কারো পাপের বোঝা বহন করবেনা ।
*** বাংলাদেশে বিভিন্ন গোষ্টির ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করে থাকি ফেইসবুকে । আমাদের শক্তি এই পর্যন্ত । কোন্ আরবদেশে নাচ গান হচ্ছে , তার প্রতিবাদ করার শক্তি আমার নেই । আপনার যদি শক্তি থাকে, দা/ ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন !!! আমাদেরকে সবক না দিলেই খুশি হবো !!! কারণ আমরা আপনার মতো বোকা নই !
*** ইলম অর্জন করুন । ইলম যতো বেশী হবে, ওজন বাড়বে , অনুধাবন শক্তি হবে আকাশচুম্বি ।
MQM Saifullah Mehruzzaman