মুসলমানকে কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ‘অপরাধ না করা সত্ত্বেও যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে' (আহযাব ৩৩/৫৮)।
মুমিনকে কষ্ট দিতে নিষেধ করে রাসূল (ছাঃ) বলেন-
'হে ঐ জামা'আত! যারা মুখে ইসলাম কবুল করেছ, কিন্তু অন্তরে এখনো ঈমান মজবুত হয়নি। তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দিবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন তাকে অপমান করে ছাড়বেন, সে তার উটের হাওদার ভিতরে অবস্থান করে থাকলেও।
মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যম :
মানুষকে কষ্ট দেয়া মানে হলো কথার মাধ্যমে কষ্ট দেয়া, যেমন- চোগলখোরি করা, গালাগাল করা, মিথ্যা অপবাদ দেয়া ইত্যাদি। আর কাজের মাধ্যমে কষ্ট দেওয়া বলতে যুলুম করা, ধোঁকা-প্রতারণা, রাস্তা বন্ধ করা, জোর করে সম্পদ দখল করা, খুন করা ইত্যাদিকে বুঝায়।
১. তিরমিযী হা/২০৩২; মিশকাত হা/৫০৪৪; ছহীহুত তারগীব হা/২৩৩৯/
২. দাউদ আত-ত্বাঈ (রহঃ) বলেন,
'আল্লাহ যখন কোন বান্দাকে পাপের লাঞ্ছনা থেকে তাকৄওয়ার পথে নিয়ে আসেন, তখন তাকে সম্পদ ছাড়াই ধনী করে দেন, বংশীয় আভিজাত্য ছাড়াই তাকে সম্মানিত করেন এবং মানুষের অগোচরে তাকে বন্ধু বানিয়ে নেন'।
ছিফাতুত ছাফওয়া ২/৭৭