আত্মীয়- অনাত্মীয় যে কোন ব্যক্তি বা পরিবারের সাথে অতিরিক্ত সম্পর্ক গড়তে যাবেন না ! অন্যথায় ফলাফল হিতে বিপরীত হতে পারে ! সম্পর্ক যতোটা গভীরে যাবে, ভাঙ্গনের সূর ও পূর্বাভাস তরান্বিত হবে ! আর তাই সর্বদা ইমারজেন্সী এক্সিট ডোর প্রস্তুত রাখবেন ।
অনিবার্যভাবে বের হতে হলে যেনো আঘাত ও চোট্ না লাগে । বেরিয়ে যাওয়ার দরজা আগে থেকে তৈরী না থাকলে এবং বন্ধ দরজা ভেঙ্গে বের হতে হলে আহত হবেন ! এতে কোন সন্দেহ নেই ! সম্পর্কটা ভেঙ্গে যাবে অত্যন্ত হাল্কা কারণে ! এমন ঘটনা সমূহ ঘটছে উচ্চ শিক্ষিত ফ্যামেলীদের মধ্যে। বয়স তো আর কম হয়নি । দীর্ঘ অভিজ্ঞতা থেকেই এই বিশেষ উক্তিটি করলাম আর কি !
যে কারো সংগে সম্পর্ক যতোই হোক একটি ফাঁক অবশ্যই রাখবেন । এটাই বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। নতুবা হেরে যাবেন ।
পরস্পর সম্পর্ক যদি মিলে মিশে একাকার হয়ে যায়, যে দিন ভাঙ্গবে রক্ত ঝরবে ! অশ্রুর বন্যা বয়ে যাবে ! কারো কাছে বর্ণনা করার সুযোগ পাবেন না ! কারো কাছে বুঝাতে গেলে নিজের মান/ সম্মান বিনষ্ট হতে বাধ্য ! বাইরের মানুষের কাছে বরং নিজের দূর্বলতা পরিস্ফুট হয়ে পড়বে ! আর এ কারণেই শরিয়ত ক্রস করবেন না । ঠান্ডা মাথায় ভাববেন আমি কি বললাম । নিয়মের বাইরে যাবেন না । নচেৎ কল্পনাতীত কষ্ট পাবেন । অহঙ্কার ও প্রতিহিংসা সম্পর্ক দ্রুত নষ্ট করার ক্ষেত্রে প্রধান সহায়ক !
কিছু মানুষ সর্বদা দাবী করে থাকে, তাঁদের অন্তরে অহঙ্কার নেই ! অথচ তাঁদের আঁচার আঁচরণে অহঙ্কার সুস্পস্ট ‘ আমার মনে হয় যে, তাঁরা অহঙ্কারের সংজ্ঞাও জানেন না !
অধিক সম্পর্ক অনেক সময়ে ব্যক্তিকে অনেক দূরে ঠেলে দেয় কারণে/ অকারণে ! আল্লাহপাক আমাদেরকে চরম ও নির্মম বাস্তবতা অনুধাবন করার তওফিক দান করুক । আমিন ।
MQM Saifullah Mehruzzaman
Tags
গভীর সম্পর্কের ভাঙন