ঘুমের মধ্যে খারাপ বা ভয়ংকর স্বপ্ন দেখলে কি করবেন?

••• ঘুমে স্বপ্নে দেখা নিয়ে এ পোস্ট •••

*** ঘুমের ভেতরে মানুষ নানান ধরণের স্বপ্ন দেখে থাকে । কখনো নিজের কাছে ভালো স্বপ্ন মনে হতে থাকে । আবার কখনো ভয়ংকর ! ভয় পেয়ে নানান কিছু ভাবতে থাকে ! অতঃপর অনেকের কাছে প্রকাশ করে ফেলে এবং শ্রোতা নিজের অজ্ঞতা নিয়ে বিভিন্ন অর্থ ও তাফসীর করা শুরু করে থাকেন ! 

*** মহানবী সাঃ বলেন “ স্বপ্ন তিন প্রকারঃ 
১. সত্য বা উত্তম  স্বপ্ন ।
২. দুশ্চিন্তার স্বপ্ন !
৩. শয়তান কর্তৃক স্বপ্ন !

সুনানে তিরমিযি ২২৮০

*** দুশ্তিন্তার স্বপ্ন মানে কোন কিছু নিয়ে কল্পনা করে ঘুমালে স্বপ্নে তাই এসে যায় ! 

*** উল্লেখিত হাদিস প্রমাণ করে যে, কারো কাছে যে কোন স্বপ্ন শেয়ার করতে নেই । বরং কোন স্বপ্ন দেখার পর ভয় পেয়ে গেলে এ কাজটি শয়তান করেছে বলে নিশ্চিত হওয়া যায় । কোন ভীতিকর স্বপ্ন দেখতে পেলে পাঁচটি আমলের যে কোন একটি করবেন । 

১. বাম পার্শ্বে তিন বার ফুঁ দেবেন । 

দলীলঃ فتح الباري لابن حجر ٣٧١/١٢

২. তিন বার আউজু বিল্লাহ সম্পূর্ণ পাঠ করা । মহানবী সাঃ বলেছেন “ আউজু পাঠ করলে শয়তান কোন ক্ষতি করতে অক্ষম হয়ে যাবে । “ তিনি আরো বলেন ঐ সময়ে এই দোয়াটি পড়ো …..

“ আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ । মিন গধবিহী ওয়া ইক্বাবিহ । ওয়া শাররি ইবাদিহ । ওয়া মিন হামাযাতিশ শায়াতীন ওয়া আই ইয়াহধুরুন ।”

ছহীহুল বোখারি ৬৯৯৫
মোয়াত্বা মালিক রহঃ । 

৩. স্বপ্নটি খারাপ মনে হলে কারো কাছে প্রকাশ করবেনা । কেননা শ্রোতা ব্যক্তি উল্টা পাল্টা তাফসীর করা শুরু করে দেবে । এক ব্যক্তি রসুল সাঃ’র কাছে এসে বললেন “ আমি স্বপ্নে দেখলাম যে, আমার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আমি তাঁর অনুসরণ করছি ! জবাবে রসুল সাঃ তাকে শক্তভাবে বকা দিলেন । “

شرح مسلم للنووي ١٨/١٥
حاشية السهارنفوري علي الجامع الصحيح ٦٠٦/١٣

৪. যে পাশে ঘুমিয়েছেন, তা’ পরিবর্তন করে নেবেন । ডানে থাকলে বামে আর বামে থাকলে ডানে মোভ করবেন । 

ছহীহ মুসলিম ২২৬৮

৫. স্বপ্নটি যদি নিজের কাছে অধিক ভয়ংকর অনূভুত হয়, তৎক্ষানত ওযু করে ২ রাকাত নামাজ পড়ে নেবেন । 

فتح الباري لابن حجر ٣٧١/١٢

*** সমস্ত স্বপ্নের অর্থ ও তাফসীর জানা জরুরী নয় । সুতরাং স্বপ্নের পেছনে পড়বেন না । নচেৎ টেনশনে আপাদমস্তক শেষ হয়ে যাবেন ! কিছুই ভালো লাগবেনা । 

MQM Saifullah Mehruzzaman

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form