ইরান থেকে দাজ্জাল বের হবে

 ▅ ॰ইমাম মালিক: "যে ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবীদের গালি দেয় তার ইসলামে কোন অংশ নেই।" [আস-সুন্নাহ 2/557]


▅ ॰ইমাম আবু হানিফাহ: "যে ব্যক্তি আবু বকর ও উমরের খেলাফতকে সন্দেহ করে সে কাফের।" [আল-সাওয়াইক আল-মুহরিকলিহ, পৃষ্ঠা: 362-363]


▅ ॰ইমাম শাফি': "একজন রাফিদীর কোন সুপারিশ থাকবে না, এটি শুধুমাত্র একজন মুসলমানের জন্য।" [আল-কাফায়া' 1/126]


▅ ॰ইমাম আহমেদ: "ইসলামের সাথে রাফিদাহদের কোন সম্পর্ক নেই।" [উসুল আস-সুন্নাহ, পৃষ্ঠা: 821]


▅ ॰ইমাম বুখারী: "রাফির পিছনে সালাত আদায় করার মধ্যে আমি কোন পার্থক্য দেখি না...তাদেরকে সালাম দেওয়া যাবে না, তারা অসুস্থ হলে তাদেরকে দেখতে যাওয়া যাবে না, তাদেরকে বিয়ে করা যাবে না, তারা মারা গেলে তাদের জানাযায় শরিক হওয়া যাবে না এবং তাদের জবেহকৃত প্রাণী খাওয়া যাবে না।"

[খালকু আফ'আলিল ইবাদ: ১২৫]


▅ যে ব্যক্তির দীন ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে সে জানে যে,রাফেযী মতবাদ একটি ইসলাম বিরোধী মতবাদ।[ইবনে তাইমিয়্যাহ মিনহাজুস সুন্নাহ,  খন্ড: ৮ পৃষ্ঠা: ৪৭৯]।


▅ শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ রহ. বলেন:

"ইয়া'হু'দীদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের  মধ্যে শ্রেষ্ঠ লোক কারা?  তারা বললঃ মূসা (আ.) এর সাথীগণ,

খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলঃ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ লোক কারা? তারা বললঃ ঈসা (আ.) এর হাওয়ারিগণ,

আর শিয়াদেরকে জিজ্ঞাসা করা হলোঃ 'তোমাদের উম্মাহর মধ্যে সবচেয়ে খারাপ লোক কারা?'  তারা বললঃ মুহাম্মাদ ﷺ এর সাহাবীগণ!

[মিনহাজুস সুন্নাহ : ১/২৭]


★ শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, 

❝ইয়াহূদীদের যদি ইরাক বা অন্য কোনো জায়গায় রাষ্ট্র প্রতিষ্ঠা পায়, তাহলে রাফেযীরা হবে তাদের সবচেয়ে বড় সাহায্যকারী; কারণ তারা সর্বদা কাফির তথা মুশরিক, ইয়াহূদী, নাসারাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখে, আর তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ও শত্রুতায় ইয়াহূদী, নাসারা ও মুশরিকদের সাহায্য করে থাকে।❞

📚 [মিনহাজুস সুন্নাহ ৩/৩৭৮]


▅ “কেউ রাসুলুল্লাহি স্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোনো একজন সাহাবার প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না, যতক্ষণ না সে বাকী সমস্ত মুসলিমদের প্রতি তার চেয়ে বেশি বিদ্বেষ ধারণ করে”

 [আল ইবানাহ আস-সুগরা - ইবনু বাত্তাহ]

.

▅“একজন রাফিদাহর কোনো সুপারিশকারী থাকবে না, এটি শুধুমাত্র মুসলিমদের জন্য” -

 ইমাম শাফি'ঈ [আল-কাফায়া, ১/১২৬]


▅ .রাফিদাহরা মূলত ছদ্মবেশী ইয়াহুদি” - ইমাম আশ-শাবী [আস-সুন্নাহ, ১/৪৯৭]

.

▅ “আমরা রাফিদাহদের জবাই করা প্রাণীর মাংস খাই না, কারণ তারা মুরতাদ” - ইমাম আহমাদ ইবনু ইউনুস [শারিহ উসুল আল ইতিকাদ আহলুস সুন্নাহ ৮/৪৫৯]

.

▅ “রাফিদাদের মহিলাদের বিবাহ করা যাবে না, রাফিদাদের জবাইকৃত মাংস খাওয়া যাবে না। কারণ তারা হল মুরদাত জনগোষ্ঠী” [আল ইবানাহ আস-সুগরা - ইবনু বাত্তাহ]

.

▅ “তারা হচ্ছে প্রবৃত্তির অনুসারীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং খারেজীদের চাইতেও বেশি হত্যার যোগ্য” - ইবনু তাইমিয়্যাহ [মাজমাউল ফাতওয়া ২৮/৪৮২]

.

▅ “রাফিদাহদের রক্ত প্রবাহিত করা, মদ প্রবাহিত করার চেয়েও উত্তম” - ইবনু কাসির [আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫/২৫২]

.

▅“ যে রাফিদাহদের কুফর সম্পর্কে সন্দেহ পোষণ করে, সেও একজন কাফির” - ইমাম ইবনু আবিদীন [উক্বুদ আদ-দুরিয়্যাহ, অধায় ১


▅“আমি একজন রাফিদাহ এবং একজন ইহুদির পিছনে স্বালাত আদায় করার ক্ষেত্রে কোনো পার্থক্য দেখিনা” - ইমাম বুখারী [খালক আফয়াউল-ইবাদ, পৃষ্ঠাঃ ১৪]


▅  পুরো ইসলামিক ইতিহাসে শিয়ারা কখনো কাফেরদের কাছ থেকে কোনো দেশ জয় করেনি, যখন আহ্লুস-সুন্নাহ দুবর্বল হয়ে পড়ে তখন তাদের ক্ষতি হয়। আপনি ইতিহাস অধ্যয়ন জানতে পারবেন.... | আল্লামা সালিহ আল লুহাইধন রাহিমাহুল্লাহ




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form