মীকাঈল (আ) কখনো হাসেন না, কিন্তু কেন?

একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরীলকে প্রশ্ন করেছিলেন-
'আমি মীকাঈলকে কোনদিন হাসতে দেখিনি। এর কারণ কি?'
জিবরীল বললেন-'যেদিন আল্লাহ তা'আলা জাহান্নাম সৃষ্টি করেছেন, সেদিন থেকে আর মীকাঈল কোনদিন হাসেননি'!

(হাদীসটি আনাস রা: থেকে বিশুদ্ধ সূত্রে আত্বারগীব ওয়াত্বারহীবে বর্ণিত হয়েছে। সহীহুত্বারগীব ওয়াত্বারহীব- হাদীস নং ৩৬৬৪)

আল্লাহর ভয় মানুষকে সচেতন ও সাবধান করে। মুত্তাকী হওয়ার মূলমন্ত্রই হলো আল্লাহর ভয়। সেজন্যই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু'আ করতেন- ﺍﻟﻠَّﻬُﻢ ﺇِﻧِّﻲ ﺃﺳْﺄﻟُﻚَ ﺧَﺸْﻴَﺘَﻚَ ﻓِﻲ ﺍﻟْﻐَﻴْﺐ ﻭَﺍﻟﺸَّﻬَﺎﺩَﺓِ
অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার প্রতি ভয় কামনা করি প্রকাশ্যে এবং অন্ত:করণে। (সহীহ ইবনে হিব্বান, ১৯৭১ ও সুনানে আবু দাঊদ)

আল্লাহ ছাড়া অন্য কারো ভয়ে মানুষ কষ্টবোধ করে। কিন্তু আল্লাহর ভয়ে বরং অন্তর শীতল হয়, প্রশান্তি অনুভব করে। আল্লাহ তা'আলা আমাদের অন্তরে সর্বদা তাঁর ভয় দান করুন

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form