একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরীলকে প্রশ্ন করেছিলেন-
'আমি মীকাঈলকে কোনদিন হাসতে দেখিনি। এর কারণ কি?'
জিবরীল বললেন-'যেদিন আল্লাহ তা'আলা জাহান্নাম সৃষ্টি করেছেন, সেদিন থেকে আর মীকাঈল কোনদিন হাসেননি'!
(হাদীসটি আনাস রা: থেকে বিশুদ্ধ সূত্রে আত্বারগীব ওয়াত্বারহীবে বর্ণিত হয়েছে। সহীহুত্বারগীব ওয়াত্বারহীব- হাদীস নং ৩৬৬৪)
আল্লাহর ভয় মানুষকে সচেতন ও সাবধান করে। মুত্তাকী হওয়ার মূলমন্ত্রই হলো আল্লাহর ভয়। সেজন্যই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু'আ করতেন- ﺍﻟﻠَّﻬُﻢ ﺇِﻧِّﻲ ﺃﺳْﺄﻟُﻚَ ﺧَﺸْﻴَﺘَﻚَ ﻓِﻲ ﺍﻟْﻐَﻴْﺐ ﻭَﺍﻟﺸَّﻬَﺎﺩَﺓِ
অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার প্রতি ভয় কামনা করি প্রকাশ্যে এবং অন্ত:করণে। (সহীহ ইবনে হিব্বান, ১৯৭১ ও সুনানে আবু দাঊদ)
আল্লাহ ছাড়া অন্য কারো ভয়ে মানুষ কষ্টবোধ করে। কিন্তু আল্লাহর ভয়ে বরং অন্তর শীতল হয়, প্রশান্তি অনুভব করে। আল্লাহ তা'আলা আমাদের অন্তরে সর্বদা তাঁর ভয় দান করুন