অনুগত বান্দার বৈশিষ্ট

ইবনুল কাইয়্যেম (রঃ) অনুগত বান্দার লক্ষণ উল্লেখ করে বলেন,

“সে কোন নির্দিষ্ট (দলীয়) নামের বাঁধনে নিজেকে বাঁধে না,
কোন পরিকল্পনা বা প্রতীকের ফাঁদে সে ফাসে না, কোন নির্দিষ্ট নাম বা পরিচ্ছদে সে সুপরিচিত হয় না এবং মনগড়া কল্পিত পদ্ধতি ও নীতিও সে মানে না।
বরং যখন সে জিজ্ঞাসিত হয় যে,
“তোমার গুরু কে?” তখন বলে, রসূল।”
“তোমার নীতি কী?” বলে, ‘অনুসরণ।”
“তোমার পরিচ্ছদ কী?” বলে, “সংযম (তাকওয়া)৷”
“তোমার মযহাব কী?” বলে, (ক্বুরআন ও সুন্নাহর প্রতিষ্ঠা)।”
“তোমার উদ্দেশ্য কী?” বলে, “আল্লাহর সন্তুষ্টি।”
“তোমার খানকাহ কোথায়?” বলে, “মসজিদ।”
“তোমার বংশ কী?” বলে, “ইসলাম।”
-------------
সূত্রঃ- বিষয়ঃ দাওয়াতের জন্য দল/সংগঠন;
মুলঃ আব্দুল হামীদ ফাইজি  মাদানী, বই-দ্বীনের দাওয়াত, ১২৮-১৩৫ পৃষ্ঠা

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form