স্বামী মারা গেলে বাবার বাড়ি গিয়ে ইদ্দত পালন করা যাবে কি? অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

জীবন ঘনিষ্ঠ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: পর্ব -২০
▬▬▬▬✪✪✪▬▬▬
■ প্রশ্ন: আমি সালাতে  দাঁড়ালে আমার ছোট বাচ্চারা কান্না করে। ওরা কান্না করলেও আমি নিয়ত ভঙ্গ করি না। এই রকম হলে সালাত আদায় কিভাবে করবো বা ওদের কান্না করা অবস্থায় ঐভাবেই সালাত আদায় করা যাবে কি?

উত্তর: 
বাসায় তাদের দেখা-শোনার জন্য অন্য কোন ব্যক্তি না থাকলে পাশে বসিয়ে তাদেরকে কোন খেলনা দিয়ে বা মোবাইলে কোন ভিডিও দেখতে দিয়ে সালাতে দাঁড়াবেন। 
- সালাত রত অবস্থায় কাছে এসে কান্না করলে কোলে নিবেন। রুকু ও সেজদার সময় নামিয়ে রাখবেন-যেমন রাসূল সা. হাসান ও হুসাইন রা.কে কোলে উঠিয়ে করতেন।
- খুব বেশি কান্নাকাটি করলে যথাসম্ভব তাড়াতাড়ি সালাত শেষ করবেন। একান্ত অসুবিধা হলে কেবল ফরযটা পড়ে নিবেন। সুন্নাতগুলো পরে সুযোগ করে পড়বেন।
- কখনো ওদেরকে ঘুমিয়ে দিয়ে সালাতে দাঁড়ানোর চেষ্টা করবেন।
- অনেক সময় বাচ্চাদের পেটে ক্ষুধা থাকায় কান্নাকাটি করে। সুতরাং নামাযে দাঁড়ানোর পূর্বে ভালোভাবে খাইয়ে নিবেন।
আল্লাহ আপনাকে সাহায্য করুন।

■ প্রশ্ন: স্বামী মারা যাওয়ার পর পরই বা কয়দিন পর বাবার বাড়ি গিয়ে কি ইদ্দত পালন করা যাবে?

উত্তর:
স্বামী মারা যাওয়ার পর একজন বিধবা মহিলা তার স্বামীর বাড়িতে ৪মাস দশ দিন ইদ্দত পালন করবে। এ সময় একান্ত প্রয়োজন ব্যতিরেকে বাবার বাড়ি বা অন্য কোন আত্মীয়ের বাড়ি যাবে না।
এ সময় সে কোন অলঙ্কার পরবে না। জাঁকজমকপূর্ণ আকর্ষণীয় পোশাক পরিধান করবে না। বরং সাধারণত: যে পোষাকে চলাফেরা করত সেই পোশাক পরিধান করবে। এক রঙ্গের সাদা পোশাক বা কালো পোশাক পরা আবশ্যক নয়।

■ প্রশ্ন: অনেকে রোজার সময় আজান দেয়ার পরেও বলেন খেলে অসুবিধা নাই। তাদের যুক্তি হল, সুবহে সাদিকের সাদা রেখা দেখা যায় নি। তাই আযান দিলেও খাওয়া-দাওয়া করলে সমস্যা নাই! এটা আসলে কতটুকু ঠিক?

উত্তর:
 সাধারণত: সুবহে সাদিক উদিত হওয়ার পূর্বে ফজরের আযান দেওয়া হয় না। সুতরাং ফজরের আজানের পূর্বে সেহরি খাওয়া শেষ করতে হবে। আজানের পরে কোন কিছু পানাহার করা হলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং পরবর্তীতে তা কাযা করতে হবে।
▬▬▬▬✪✪✪▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form