জীবন ঘনিষ্ঠ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: পর্ব-১৪
প্রশ্ন: একটা হাদিসে পড়েছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৩ ও ৪ রাকআত বিশিষ্ট নামাজে প্রথম ২রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলিয়ে পড়তেন কিন্তু পরের দুই রাকআতে শুধু সূরা ফাতিহা পড়তেন। এটা কি শুধু ফরজ নামাজের ক্ষেত্রে নাকি সুন্নতও? যেমন, যোহরের সুন্নত ৪ রাকআত।
উত্তর :
সালাতের সাধারণ নিয়ম হল, যোহর, আসর, মাগরিব ও ঈশার ফরয সালাতের ১ম দু রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা বা কিছু আয়াত পাঠ করা আর দু রাকআতের পরের রাকআতগুলোতে কেবল সূরা ফাতিহা পড়া; অন্য কিছু না পড়া।
আর সুন্নতের ক্ষেত্রে কথা হল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নত নামাযগুলো দু রাকআত দু রাকআত করে পড়তেন। চার রাকআত এক সাথে (যোহরের ফরযের মত করে) পড়েছেন এমন কোন স্পষ্ট হাদিস নাই।
যদিও এ সংক্রান্ত হাদিসগুলোর আম বক্তব্য থেকে অনেক আলেম বলেছেন যে, কেউ যদি কখনো কখনো এক সাথে চার রাকআত পড়ে তাহলে বৈধ হবে ইনশাআল্লাহ।
যাহোক, কেউ যদি যোহরের চার রাকআত সুন্নত একসাথে আদায় করে তাহলে সে ক্ষেত্রে পরের দু রাকআতে কেবল সূরা ফাতিহা পাঠ করতে হবে; অন্য কোন সূরা মিলানো যাবে না।
অর্থাৎ এ ক্ষেত্রে ফরয ও সুন্নত নামাযে কোন পার্থক্য নাই। কেননা পার্থক্য করার কোন দলীল নাই। আল্লাহু আলাম।
▪▪▪▪▪▪▪▪▪▪
প্রশ্ন : কাফির প্রতিবেশীদের সাথে ঝগড়া বাধলে মুসলিম পরিবারের কনিষ্ঠ ব্যক্তি যদি তা গোপনে কাফিরদের সাথে কথা বলে তা মীমাংসা করে দেয় তবে কি সে সওয়াবের কাজ করল নাকি নিফাক করল?
উত্তর : অমুসলিম প্রতিবেশীর সাথে কোন মুসলিম পরিবারের ঝগড়াঝাঁটি লাগলে কেউ যদি উভয়ের মাঝে ন্যায় সঙ্গত ও সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে মধ্যস্থতা করে বা সমঝোতার ব্যবস্থা করে তাহলে নিঃসন্দেহে তা উত্তম।
সে ব্যক্তি অতি সংগোপনে বিষয়টি সমাধান করলেও কোন আপত্তি নেই ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা বলেন:
وَالصُّلْحُ خَيْرٌ ۗ
"সমঝোতা ও সন্ধি কল্যাণকর।"
[Surat An-Nisa': 128]
▪▪▪▪▪▪▪▪
প্রশ্ন : প্রশ্ন: প্রত্যেক মুসলিমের জন্য কতটুকু জ্ঞানার্জন করা ফরয?
উত্তর : প্রত্যেক মুসলিমের জন্য দ্বীন সম্পর্কে জ্ঞান অন্বেষণ করা ফরজ। তাকে কমপক্ষে এতটুকু জ্ঞান অর্জন করতে হবে যতটুকু না হলে দ্বীনের মৌলিক বিষয়গুলো পালন করা সম্ভব নয়।
যেমন ইসলাম ও ঈমানের রোকনসমূহ এবং এগুলো বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, তাওহীদ ও শিরক, দ্বীনের স্তর সমূহ, ইবাদত কবুলের শর্তাবলী, ইসলাম বা ঈমান ভঙ্গকারী বিষয় সমূহ, সালাত শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে সূরা ফাতিহা সহ ছোট ছোট কয়েকটি সূরার বিশুদ্ধ তেলাওয়াত, হালাল-হারাম সম্পর্কে মৌলিক জ্ঞান ইত্যাদি।
এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা আবশ্যক নয়। তবে ন্যূনতম এতটুকু জ্ঞান অর্জন করতে হবে যেন জ্ঞানের আলোকে ফরজ এবাদত গুলো সঠিক পদ্ধতিতে সম্পন্ন করা যায় এবং হালাল-হারাম জেনে বুঝে জীবন যাপন করা সম্ভব হয়।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
▪▪▪▪▪▪▪▪
প্রশ্ন : নামাজের শুরুর তাকবীরে তাহরীমা ছাড়া অন্যান্য তাকবীর যদি ভুলে যাই তাহলে কি সাহু সেজদার দিতে হবে?
উত্তর : নামাযের শুরুতে তাকবীরে তাহরীমা দেয়া রোকন। এটি ছাড়া সালাত শুদ্ধ হবে না আর অন্যান্য তাকবীরগুলো সুন্নত। যেমন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, সেজদা দেয়ার ও সেজদা থেকে উঠার সময় ইত্যাদি।
সুতরাং ভুল বশত: অন্য কোন তাকবীর ছুটে গিয়ে থাকলে তা পুনরায় দেয়ার প্রয়োজন নাই এবং এ জন্য সাহু সেজদা দেয়ারও প্রয়োজন নাই। বরং স্বাভাবিকভাবে নামায শেষ করবে; এতে নামাযের কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আলাম
------------------------------
উত্তর প্রদানে : আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
Daee,at Jubail Dawah & Guidance Center - Bangla Section, K.S.A