সালাতের মধ্যে মনযোগ / মনোনিবেশ / خشوع/ خضوع Attention/ Concentration থাকা ফরজ

 মধ্যে মনযোগ / মনোনিবেশ / خشوع/ خضوع Attention/ Concentration থাকা ফরজ । ইহা সালাতের রোকন । আল্লাহপাক বলেন 
فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون
“ আফসোস সেসব নামাজীদের জন্য , যাঁরা সালাতের মধ্যে বেখবর ।” অর্থাৎ সালাতের মধ্যে মনযোগহীন ।
সূরা আল মাউন ।
قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
“ সফল মু’মিন তাঁরাই , যাঁরা নিজেদের সালাতের মধ্যে ভীত- সন্ত্রস্ত ।
সূরা আল মু’মিনুন ।

*** প্রিয় নবী করিম সা: , সাহাবীগণ রা: , ইমামগণ এবং অসংখ্য আলেমগণ সালাতের মধ্যে কেঁদেছেন । আলহামদু লিল্লাহ এ সুন্নতটি আল্লাহপাক আমার ভাগ্যেও দান করেছেন । 

*** Ninety nine percent মানুষের প্রশ্ন : সালাতের মধ্যে মনযোগ থাকেনা ! কিভাবে ইহা অর্জন করা সম্ভব ? করণীয় কি ?

*** আপনি যখন ইমামের পেছনে সালাত পড়বেন এবং উচ্চস্বরে তেলাওয়াত হলে , তেলাওয়াত শুনুন । প্রতিটি অক্ষরে লক্ষ্য রাখুন । বুঝুন আর না বুঝুন তেলাওয়াত শুনতে থাকুন এক ধ্যানে । 

*** উচ্চস্বরে তেলাওয়াত না হলে নিজের সূরা ফাতেহা পড়ার প্রতি গভীরভাবে খেয়াল করতে থাকুন । রুকু/ সিজদার তাসবীহ গুলোতে একনিষ্টভাবে পড়ুন । অত্যন্ত ধীরস্হিরতার সাথে রুকু/ সিজদা সম্পাদন করুন । সিজদার স্হানে চোখ রাখুন । হাত- পা অধিক হারে Move করবেন না । মৃত কাষ্ট খন্ডের ন্যায় দাঁড়িয়ে থাকুন । সূরা ফাতেহা ও তাসবীহ সমূহের অর্থ জানা থাকলে , পড়ার সময়ে অর্থের প্রতিও মনোনিবেশ করুন । সিজদারত অবস্হায় তাসবীহ শেষ করে মনের মধ্যে নিজের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করুন । আযাবের কথা স্মরণ করে ক্রন্দন করুন । এভাবেই সালাতের মধ্যে মনযোগ সৃষ্টি করতে পারেন । সালাতের মধ্যে তাড়াতাড়ি করবেন না । ইহা খুবই বিপদজনক ।

*** আমি আমার সালাতে Comfortable আলহামদু লিল্লাহ । আপনিও সফল হবেন । চেষ্টা করুন । এই চেষ্টা করাটাই আপনার সালাত কবুল হওযার জন্য মাধ্যম হয়ে দাঁড়াবে ।
MQM Saifullah Mehruzzaman

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form